Friday, March 14, 2025

জনপ্রিয় ৫ সংবাদ

নারায়ে তাকবির’ স্লো*গান দিয়ে টেন্ডার বাক্স লু*ট

রাজশাহীর পবা উপজেলা পরিষদে ফাঁকা গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার টেন্ডার বাক্স লুট করার ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে শাকিলুর রহমান রন নামে সাবেক এক যুবদল নেতা আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পবা উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। আহত শাকিলুর রাজশাহী নগরের শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, পবা উপজেলার ১২টি হাট ইজারা দিতে গত ১৫ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। টেন্ডার বাক্স রাখা ছিল ইউএনওর কক্ষের বাইরে। সেখানে একপক্ষ আরেক পক্ষকে দরপত্র দাখিল করতে বাধা দেয়। এরপর গুলি, ককটেলের বিস্ফোরণ এবং টেন্ডার বাক্স ভেঙে সব দরপত্র লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ধর্ষ*ণের পর বস্তায় ভরে হাতির*ঝিলে ফেলা হয় কিশোরীর নিথর দেহ, গ্রেপ্তার ২

জানা গেছে, শাকিলুর রহমান জেলা যুবদলের একজন যুগ্ম আহ্বায়কের সঙ্গে দরপত্র জমা দিতে গিয়েছিলেন। জেলা যুবদলের ওই নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে নাম প্রকাশ করে বক্তব্য দেবেন না বলে জানান।

জনসম্মুখে ক্ষমা চাইলেন সেই আ.লীগ নেতা

তবে নাম প্রকাশ না করার শর্তে তিনি কালবেলাকে বলেন, ‘মূলত খড়খড়ি হাট ইজারা নিয়ে দ্বন্দ্ব। আমরা দরপত্র জমা দিতে এলেই প্রথমে গেটের কাছে কয়েকজন বাধা দেন। এরপরও আমরা ব্যাংক ড্রাফট করি এবং বাক্সে দরপত্র জমা দিতে যাই। তখন আমাদের লোকজনের ওপর হামলা হয়। একপর্যায়ে বাধাদানকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং বাক্স খুলে সব শিডিউল লুট করে নিয়ে যায়।’

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে বলেছিলাম, দাবি মেনে নেন : আদা*লতে কামাল মজুম*দার

ওই যুবদল নেতা বলেন, ‘ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং টেন্ডার বাক্স থেকে দরপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় হামলাকারীরা ‘নারায়ে তাকবির’ স্লোগান দিচ্ছিলেন।’ হামলাকারীদের নেতৃত্বদানকারী হিসেবে তিনি স্থানীয় ইসলামপন্থি একটি সংগঠনের দুই নেতার নাম জানান।

যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে ইসলামপন্থি দলের ওই নেতা বলেন, ‘আমি দরপত্র জমা দিতে গিয়েছিলাম তা ঠিক। তবে এ দরপত্র লুটের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটা যুবদল এবং বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব।’

রাজশাহীর শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, ফাঁকা গুলি ছুড়েছে। ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়েছে। জমা পড়া সব দরপত্র লুট হয়েছে। শুধু বাক্সটি পড়ে আছে। উপজেলা প্রশাসন যেভাবে চাইবে সেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার আ. লীগ আর চাই না, কারা*গার থেকে ফারুক খানের স্ট্যা*টাস

পবা উপজেলার ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, দরপত্র জমাদানের সময় ছিল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সকাল থেকে বেশ কয়েকটি দরপত্র জমাও পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দরপত্র বাক্স ভেঙে জমা হওয়া দরপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, দরপত্র জমাদানের একাধিক সময় নির্ধারণ করা থাকে। আগামী তারিখ আছে ৬ ও ৭ এপ্রিল। ইজারা প্রক্রিয়া বাতিল হবে না।

Facebook Comments Box

Popular Articles