Thursday, March 13, 2025

জনপ্রিয় ৫ সংবাদ

শেখ হাসিনাকে বলেছিলাম, দাবি মেনে নেন : আদা*লতে কামাল মজুম*দার

শেখ হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নেওয়ার জন্য বলেছিলেন বলে দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান সিদ্দিকির আদালতে তাকে হাজির করা হলে তিনি এমন দাবি করেন। এদিন তাকে রাজধানীর মিরপুর থানার পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কামাল আহম্মেদ মজুমদার বলেন, ‘আমি ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছি। শেখ হাসিনাকে বলেছিলাম, দাবি মেনে নেন। আমার গণভবণে প্রবেশে নিষেধ ছিল। আমি দৃঢতার সঙ্গে বলতে পারি, কখনো কারও সম্পত্তি গ্রহণ করিনি।’

আরও পড়ুনঃ  উবার চালকের যোগসাজশে ইতালিয়ান নাগরি*কের সর্বস্ব লুট, গ্রেফ*তার ২

পিপি বলেন, ‘কামাল আহম্মেদ মজুমদার কোনো রাজনৈতিক ব্যক্তি নন। উনি ব্যবসায়ী। উনি ব্যবসা করার উদ্দেশ্যে রাজনীতির ভান করেছেন। রাষ্ট্র দায়িত্ব নিয়েছে হত্যার বিচারের। মিথ্যা মামলা বললে তা হাস্যকর হবে।’

পিপি আরও বলেন, আপনার সম্পত্তি দখলের বা অবৈধ অর্জনের সময়ে মনে ছিল না যে পরিবার বিপদে পড়তে পারে? আপনি আয় করে পরিবারের সদস্যদের নামেও টাকা রেখেছেন। মুক্তিযুদ্ধের পরিচয় দেবেন না। আপনারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন।’

Facebook Comments Box

Popular Articles